বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন
মারণ ভাইরাস করোনা সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৮২৮ জনের। তবে স্বস্তির বিষয়, মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়লেও সুস্থ হয়ে বাড়ি ফেরার ঘটনাই ঘটেছে বেশি। যার সংখ্যা প্রায় ৯৪ শতাংশ। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে।
শুরুতে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর থেকেই বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু ধীরে ধীরে চীনে অনেকটাই কমে এসেছে এর সংক্রমণ। এ ছাড়া কমছে মৃত্যুর সংখ্যাও।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ১১৯ জনের। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ৬০০ জন। অন্যরাও সুস্থ হবেন বলে মনে করছেন চীনা চিকিৎসকরা।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যেও অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২২ জন। আর মৃত্যু হয়েছে ৩৬৬ জনের।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর হার তুলনামূলক কম। দেশটিতে সাত হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে সুস্থ হয়েছেন ১৬৬ জন। আর মৃত্যু হয়েছে ৫১ জনের।
ইরানে সরকারি হিসাবে, মোট ছয় হাজার ৫৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ১৩৪ জন। আর মৃত্যু হয়েছে ১৯৪ জনের।
অন্যদিকে, করোনায় সুস্থ হয়ে বাড়ি ফেরার ঘটনায় স্বস্তিতে আছে সিঙ্গাপুরও। সেখানে ১৫০ জন করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০ জন। এ ছাড়া থাইল্যান্ডে ৫০ জন করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে ৩১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া সেখানে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশেও রোববার করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনকে শনাক্ত করা হয়েছে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন দেশের জনগণ। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি টেস্ট করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে তাদের কারো মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায়নি। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিনজনই রয়েছেন।
Design and Developed By Sarjan Faraby