বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২২ পূর্বাহ্ন
প্রেম-বিয়ের গুঞ্জনে প্রায়ই খবরে আসেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। যদিও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।
চলতি মাসের শুরুর দিকে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। শোনা যায়, খুব শিগগির পরিচালক প্রকাশ কোবেলামুড়িকে বিয়ে করছেন বাহুবালির এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে তখন কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এবার বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন আনুশকা। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় কবে বিয়ে করছেন? জবাবে আনুশকা বলেন, আমি জানি না। ঠিক তখন পরিচালক পুরি জগন্নাথ এসে বলেন, ‘আমি চাই না নায়িকারা বিয়ে করুক’।
পুরি জগন্নাথের এমন বক্তব্যের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না আনুশকা। দ্বিধায় পড়ে যান এই নায়িকা। কী বলবেন তাও ঠিক বুঝে উঠতে পারছিলেন না। কিছুটা সময় নিয়ে আনুশকা শেঠি বলেন, ‘যখন বিয়ে করব তখন সবাই জানবেন’।
আনুশকার পরবর্তী সিনেমা ‘নিঃশব্দম’। তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন—আর. মাধবন, অঞ্জলি, শুবারাজু, মার্কিন অভিনেতা মাইকেল ম্যাডসেন প্রমুখ।
Design and Developed By Sarjan Faraby