মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন
বাংলা চলচ্চিত্রের নতুন মুখ অভিনেত্রী তানিন সুবহার কিছু অন্তরঙ্গ ছবি ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরইমধ্যে সেই ছবি ভাইরালও হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বেশ ক’টি প্ল্যাটফরমে একাধিক অন্তরঙ্গ ছবি ঘুরতে দেখা যায়। এসব ব্যক্তিগত ছবিতে নির্দিষ্ট কোনো পুরুষ ছিলেন না, ছিলেন বিভিন্ন মুহূর্তে ভিন্ন ভিন্ন পুরুষ।
তানিনের মিডিয়ায় অভিষেক হয় ২০১৫ সালে। আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ সহ আরোও কিছু নাটকে অভিনয় করেছেন। এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিনের।
‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবহা।
জানা গেছে, স্বামী পনিরকে ২০০৮ সালে ডিভোর্স দেন তানিন। সে ঘরে তৃষিতা নামের এক কন্যা সন্তান রয়েছে। এর আগে এই নায়িকার পার্লার ব্যবসার আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবরও আসে। যদিও সে সময় তিনি সেসব অস্বীকার করেছিলেন।
Design and Developed By Sarjan Faraby