বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন
৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসটিকেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের জন্য বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া এবং বিশ্বের সবচেয়ে বেশি দর্শক সমর্থনপুষ্ট দল ভারত।
ফাইনালে স্বাগতিকদের ফেভারিট মনে হলেও ভারতের মেয়েদের প্রথম বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মোটেও উড়িয়ে দেয়া যাচ্ছে না। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই পুনম যাদবের স্পিন জাদুতে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে দিনবদলের বার্তা দিয়ে রেখেছে ভারত। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারা।
অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে (এমসিজি) অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের ফাইনাল। প্রায় ৯০থেকে ৯৬ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখার আগ্রহটা কত বেশি, তা একটি পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে যাবে। দর্শকের জায়গা দিতে অতিরিক্ট স্ট্যান্ডিং রুমের টিকিট ছাপতে দিয়েছে আয়োজকরা।
Design and Developed By Sarjan Faraby