মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার বিষয়ে আমরা সবাই কম-বেশি জানি। এছাড়া এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্বও জানা আমাদের। কিন্তু ফোনের সুরক্ষার ক্ষেত্রেও কিছু পদ্ধতি অবলম্বন করা জরুরি। কারণ ব্যবহৃত মোবাইল ফোন থেকেও ছড়াতে পারে এ ভাইরাস।
আজকের প্রতিবেদনে রইলো ফোন পরিস্কারের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।
শুরুতেই ফোন বন্ধ করে এর কভার থাকলে তা খুলে নিন। জেল, কেমিক্যাল বা ক্ষয় করে এমন কোনো তরল পদার্থ ব্যবহার করবেন না। এসব পদার্থ স্ক্রিনের সুরক্ষা দেয়া আস্তরণের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে সাধারণ সাবান ও পানি দিয়েই কাজ হবে।
ফোন নিয়ে সিনথেটিক কাপড় সামান্য ভিজিয়ে হালকাভাবে ঘষতে থাকুন। কিন্তু কোনো অংশে তরল লাগতে দেবেন না।
সর্বশেষ পরিস্কার একটি সিনথেটিক কাপড় দিয়ে আপনার ফোনটি শুকান।
পরীক্ষা করে দেখতে পারেন এ পদ্ধতি কাজ করে কিনা। এ ক্ষেত্রে জীবানু পরিমাপক কিছু ডিভাইজ স্বল্পমূল্যে বাজারে পাওয়া যাবে।
পরিস্কারের আগের এবং পরের দৃশ্য জীবানু পরিমাপক যন্ত্রের মাধ্যমে দেখলেই পার্থ্যক্য সহজে বোঝা যাবে।
যন্ত্রে রিডিং যত বেশি হবে জীবানুর পরিমাণও তত বেশি। এরকম সমতলে ৫০ বা তার কম সংখ্যা হলে ভালো।
Design and Developed By Sarjan Faraby