মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
যদিও সাজগোজের ব্যাপারে সবারই বরাবরই এক বিশেষ ধরনের দুর্বলতা রয়েছে তবুও গতানুগতিক ট্রেন্ড কে আপনি কখনো বাড়তি গুরুত্ব দিতে চান না তাইতো? আপনার ব্যক্তিত্ব আসলে কেমন চলুন জেনে নিই নিচের কুইজের মাধ্যমে।
১. ব্লাইন্ড ডেট,প্রথম দেখা। অপরপক্ষ কে দারুণ ইমপ্রেস করতে কি করবেন আপনি?
ক. আপনি কোন পোষাক পরবেন আগে থেকেই জানেন,এবং সেটা আলমারিতে না থাকলে কিনে নিতে ও অসুবিধে নেই আপনার।
খ.অবশ্যই নতুন আরো ফ্যাশনেবল পোষাক কিনে নিবেন।
গ.আলমারিতে যা আছে তাই দিয়ে নিজেকে সাজিয়ে নিবেন।
২.আপনার আলমারি নিয়ে নিচের কোন মন্তব্য টি প্রযোজ্য?
ক.খুব গোছালো,ম্যাচ করে যে কোন পোষাক সহজেই পরতে পারবেন।
খ.বিভিন্ন ডিজাইনের পোষাক এর এলোমেলো কালেকশন এ ভর্তি।
গ.খুব রঙিন পোষাকে আপনার আলমারি ভরপুর একেবারে আপনার মনের মত।
৩.নতুন পোষাক এবং আনুষঙ্গিক আপনি ঠিক কিভাবে কিনেন?
ক.কি কি প্রয়োজন লিস্ট করে কিনেন।
খ.মন খুলে যা ভালো লাগে এরকম কয়েকটি পিস আপনার কিনা লাগবেই।
গ.হুটহাট যা পছন্দ হলো কিনে ফেলেন।
৪.কোথাও যাওয়ার আগে তৈরী হতে কতটা সময় নেন আপনি?
ক.সবার আগে আপনি রেডি।
খ.নির্ভর করে কোথায় যাবেন তার উপরে।বিয়ে বাড়িতে গেলে জমকালো সাজেন আবার ফ্যামিলি গেট টুগেদারে সাধাসিধাই চলে যান
গ.সবচেয়ে দেরিতে রেডি হওয়াত জন্য আপনি অল্রেডি বিখ্যাত হয়ে আছেন।
৫.আপনার পোষাকের মত অন্য কাউকে সেম পোষাক পরতে দেখলে আপনার প্রতিক্রিয়া কি হয়?
ক.মন খারাপ লাগে এবং তাকে এড়িয়ে যেতে চান।
খ.বিরক্তি লাগে এবং আপনিই সেরা এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পরেন।
গ.খুব মজা করেন,দুজনে মিলে।পারলে স্বেল্ফি তুলে সোশাল মিডিয়ায় দারুণ ক্যাপশন সহ আপলোড দিতে থাকেন।
আপনার এবার কুইজের উত্তর মেলানোর পালা। আপনার বেশির ভাগ উত্তর ক যাদের তারা প্রবল প্রোএক্টিভ এবং এমবিশাস হোন।যে কোন ব্যাপারেই আপনি প্ল্যান করে আগাতে পছন্দ করেন। আপনাকে কেউ ছাড়িয়ে যাবে এটা আপনি কখনোই মেনে নিতে পারেননা। নিজের নিয়মে নিজের সব কিছু সুন্দর করে রাখা এবং গোছানো তেই আপনি আনন্দ খুজে পান।
যদি আপনার বেশির ভাগ উত্তর খ হয় তাহলে আপাতত আপনি মাঝামাঝি রাস্তায় হাঁটছেন ধরে নিতে পারেন। প্রয়োজনে আপনি যে কোন সিচুয়েশনে নিজেকে খাপ খাওয়াতে পারেন।কখনো দলের নেতা আবার কখনো দলের শেষে থেকে কাজ চালিয়ে নিতে আপনার একদম অসুবিধা হয় না।
বেশির ভাগ উত্তর গ যারা দিয়েছেন তারা সব সময় জন্য রিল্যাক্স থাকতে পছন্দ করেন। জীবনের খুব ছোটখাটো জিনিস ও আপনাকে প্রবল আনন্দ দেয়।আপনি প্রচণ্ড ইনোভেটিব এবং ক্রিয়েটিভ। এবং খুব সহজেই আপনি বড় বড় বাধা ও খুব সহজেই টপকাতে পারেন খুব দ্রুত।
Design and Developed By Sarjan Faraby