বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:০২ অপরাহ্ন
সারাবিশ্বেই এখন মহামারি করোনা আতঙ্কে ভুগছে। এমতাবস্থায় সব দেশেই জারি করা হয়েছে সতর্কতা। এরমধ্যে কোয়ারেন্টাইনে অবস্থান নিয়েছেন টলিউড তারকা জিৎ ও মিম। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি নাম অমিতাভ বচ্চন।
আজ টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন বিগ বি। সেখানে দেখা যায়, তাঁর হাতে সিল মারা। সেখানে লেখা হোম কোয়ারেন্টাইন। যারা হোম কোয়ারেন্টাইনে আছেন, তাঁদের সাধারণ জনগণ থেকে চিহ্নিত করার জন্য এই সিল মারার পদ্ধতি চালু করেছে সরকার।
টুইটারে অমিতাভ লিখেছেন, ‘মুম্বাইতে ভোটের কালি দিয়ে হাতে সিল মারা শুরু হয়ে গেছে। নিজেকে সুরক্ষিত রাখুন, সতর্ক থাকুন, শনাক্ত হলে বিচ্ছিন্ন থাকুন।’
করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সোচ্চার অমিতাভ। ভক্তদের সঙ্গে যোগাযোগও আপতত বন্ধ রেখেছেন। ভক্তদের সঙ্গে নিজবাড়ি জলসার সামনে রোববার যে সাপ্তাহিক দেখা হতো, তা–ও এখন বন্ধ।
চীনের উহান শহরে গত বছর ডিসেম্বর মাসে এই জীবনঘাতী ভাইরাসের উদ্ভব হয়। এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ মারা গেছে। ১ লাখ ৯৮ হাজার ৭৩৯ জনের বেশি লোক আক্রান্ত হয়েছে।
Design and Developed By Sarjan Faraby