বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
করোনাভাইরাসে একদিনেই পাকিস্তানে দুই জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে বুধবার রাতে এই প্রথম দুই মৃত্যুর ঘটনা ঘটলো। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি টুইটে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমি পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কারো মৃত্যুর খবর দিচ্ছি। মারদান শহরের (খাইবার পাখতুনখোয়া) ৫০ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছিলেন। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল; তার দেহে কভিড-১৯ ধরা পড়েছিল।’
এর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে ওই খাইবার পাখতুনখোয়া থেকেই কভিড-১৯ আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর খবর আসে বলে জানিয়েছে ডন।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সালীম জাগরা এক টুইটে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) দ্বিতীয় আরেক রোগী, হাংগু জেলা থেকে আসা ৩৬ বছর বয়সী এক ব্যক্তিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩০১ জনে দাঁড়িয়েছে এবং খাইবার পাখতুনখোয়ায় এ সংখ্যা ১৯ জন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
Design and Developed By Sarjan Faraby