বুধবার, ২৯ Jun ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ন
আমি আসলে কতটা ধনী’, ‘অন্যদের থেকে আমার আর্থিক অবস্থা কতটা ভালো’,‘অন্যদের তুলনায় আমি কম উপার্জন করছি, নাকি বেশি’—সবার মনে কম-বেশি এমন প্রশ্ন উঁকি দেয়।
L’Observatoire des Inégalités নামে স্বাধীন একটি সংস্থা ফরাসি সমাজের বৈষম্য নিয়ে গবেষণা করতে গিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে। কী পরিমাণ অর্থ থাকলে আপনি নিজেকে ধনী বলতে পারবেন, তারা তার একটি সংজ্ঞা নির্ধারণ করেছে।
সংস্থাটির মতে, নিজেকে ধনী ব্যক্তিদের কাতারে ফেলতে চাইলে একজনকে অবশ্যই মাসে ৩ হাজার ৬৭৩ ইউরো আয় থাকতে হবে (বাংলাদেশি ৩ লাখ ৬১ হাজার টাকা)।
কিন্তু ফ্রান্সের গড় ৪৫ লাখ মানুষের উপার্জন এই সংখ্যার অর্ধেক।
এর আগে ২০২০ সালে এই গবেষণা পরিচালনা করা হয়েছিল। তখন ধনীর কাতারে থাকার জন্য মাসিক ৩ হাজার ৪৭০ ইউরো ( ৩ লাখ ৪২ হাজার টাকা) আয় থাকতে হতো। আবার, কর প্রদানের পরও যদি কারো মাসিক আয় হয় ৭ হাজার ১৮০ ইউরো ( ৭ লাখ ৬ হাজার টাকা) থাকে, তাহলে তাকে অতি ধনীর কাতারে ফেলা যাবে।
গবেষণায় ধনী দাবি করার একটা পরিমাপক দেওয়া হয়েছে। এখন হিসেব করে বের করে ফেলুন, আপনি কোন কাতারে আছেন। সূত্র: ফোর্বস
Design and Developed By Sarjan Faraby