মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন মারা গেছেন। দেশটিতে গতকাল পর্যন্ত কটোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ছিল ২৩৩ সেই সংখ্যা বেড়ে এখন ৩৬৬ এই তথ্য জানিয়েছেন,
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও চায়না মর্নিং পোস্ট
করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার দিক থেকে চীনের পরেই দ্বিতীয়স্থানে আছেন ইতালি। দেশটিতে আজ সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭৫ জন মানুষ।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে দেশটির শিক্ষা প্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইটক্লাব সহ বিভিন্ন ভেন্যু বন্ধের ঘোষণা দিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।
এর আগে, লোম্বার্ডিসহ ১৪টি প্রদেশের অন্তত এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ। ঘোষণায় তিনি বলেন, আগামী ৩ এপ্রিল পর্যন্ত কেউ এই প্রদেশগুলো থেকে বেরুতে পারবে না। বাইরে থেকেও কেউ সেখানে প্রবেশ করতে পারবে না।
চীনসহ বিশ্বের ১১৪টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৩৯ জন।
Design and Developed By Sarjan Faraby