বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন
প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে মারাত্মক ঝুঁকিতে পড়েছে চীনের অর্থনীতি। ভয়াবহ এ ভাইরাস মোকাবিলায় এখন পর্যন্ত চীনের খরচ হয়েছে ৪২০ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এ পর্যন্ত ১৫০০ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছে প্রায় ৬৬ হাজার মানুষ। এ ধকল সামাল দিতে গিয়ে একেবারে তলানিতে পৌঁছে গেছে চীনের অর্থনীতি। বলা হচ্ছে, ৩০ বছরের ইতিহাসে সব থেকে তলানিতে দেশটির অর্থনীতি। যা চীনের অর্থনীতিতে বড় ধাক্কা।
ভাইরাস আতঙ্কে বহির্বিশ্বের দেশগুলো বিভিন্ন সংস্থাও চীনে থাকা অফিসগুলোর বন্ধ করে দিয়েছে। সমস্ত কর্মীদের ফিরিয়ে নিচ্ছেন সেখান থেকে। কমিউনিস্ট চীনের শেয়ার বাজারেও বড় পতন লক্ষ্য করা গিয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, গত একমাসে শুধুমাত্র করোনাভাইরাসের জন্যে ৪২০ বিলিয়ন ডলার। যা চীনের জন্যে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কীভাবে বিশাল এই ক্ষতি মোকাবিলা করা যায় তা রীতিমত চ্যালেঞ্জের বিষয়।
Design and Developed By Sarjan Faraby