বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা, হাঁচি, কাশির মতো উপসর্গ দেখা দেয়— এ কথা আমরা এখন মোটামুটি সবাই জানি। কিন্তু এরই মধ্যে নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। চীনের উহান শহরের টংজি হাসপাতালের চিকিত্সকদের দাবি, এই ভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হতে পারে অণ্ডকোষ। ফলে বাড়তে পারে পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকিও!
গত ডিসেম্বরের শেষ নাগাদ এই উহানেই করোনার উৎপত্তি। পরে এখান ওথকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এতে শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
উহানের টংজি হাসপাতালের অধ্যাপক ও গবেষক লি ইউফেং জানান, করোনাভাইরাসের সংক্রমণের ফলে আমাদের ফুসফুস ও রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুরুষের অণ্ডকোষও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই ভাইরাসে আক্রান্ত হলে সেরে ওঠার পর অবশ্যই উর্বরতা পরীক্ষা করিয়ে নিতে হবে।
ইউফেং জানান, এটি আপাতত তত্ত্বিক অনুমান যা করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর উর্বরতা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে।
Design and Developed By Sarjan Faraby