মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কে ব্যহত মানুষের নানারকম দৈনন্দিন কাজ। এদিকে সব্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাতিল হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্ট। সেই ধারাবাহিকতায় এবার থাইল্যান্ডে শুটিং বাতিল হলো কলকাতার নায়ক দেবের।
কিছুদিন আগেই বাংলাদেশে অভিনীত নিজের প্রথম ছবির পোস্টার শেয়ার করেছিলেন। খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন বলেও জানিয়েছিলেন। আগামী ২২ মার্চ ‘কমান্ডো’ ছবির শুটের জন্য বাংলাদেশ আসার কথা ছিলো এ অভিনেতার। কিন্তু সেটা আর হচ্ছে না।
ভারতীয় গণমাধ্যমে দেব জানালেন, আমি বাংলাদেশ যাচ্ছি না। করোনার জন্য আপাতত আমার ভ্রমণ বন্ধ। এই প্রাণঘাতী ভাইরাস আমার শুটিং প্ল্যান নষ্ট করে দিচ্ছে। মে মাসে আমার ‘হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী’ আসছে, ‘টনিক’ আসছে। এখন থেকেই ভাবছি কী করব? মু্ক্তির দিন কি পেছাতে হবে? বুঝতে পারছি না।
এদিকে, করোনাভাইরাস আতঙ্কে স্থগিত হলো আইপিএল। স্থগিত করা হয়েছে ইউরোপীয় ফুটবলের লীগের ফিক্সচার।
Design and Developed By Sarjan Faraby