বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৩৯ অপরাহ্ন
ইতালির নেপলস শহরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থেরেসা ফ্রান্জেসে নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ওই নারীর লাশ ৩৬ ঘণ্টা বাড়িতেই পড়েছিল।
বিষয়টি জানানোর পরও ইতালি কর্তৃপক্ষ ওই নারীর লাশ সৎকারের কোনো ব্যবস্থা নেয়নি। থেরেসা করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন সন্দেহে স্থানীয় কোনো হাসপাতালও তার লাশ নিতে অস্বীকৃতি জানায়।
যার ফলে নিজ বাড়িতে বোনের লাশ নিয়ে বিপাকে পড়েন গৃহবন্দি ভাই। পরে কর্তৃপক্ষকে রাজি করাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুল আবেদন জানান থেরেসার ভাই লুসা ফ্রান্জেসে।
ফেসবুকে একটি ভিডিও পোস্টে লুসা লেখেন, ‘আমার বোন মারা গেছে, বিছানায় আছে। আমি জানি না কী করব। আমি দেহ সৎকার করতে পারিনি। কারণ তারা আমাদের পরিত্যক্ত করে রেখেছে।’
পরে লুসা ভিডিও পোস্টে তার পেছনে শায়িত বোনের লাশ দেখান। সেখানে তিনি লেখেন, আমরা ধ্বংস হয়ে গেছি। ইতালি আমাদেরকে পরিত্যাগ করেছে। আসুন একযোগে শক্ত অবস্থানে থাকি। দয়া করে ভিডিওটি শেয়ার করুন।’
শেষ পর্যন্ত অন্ত্যেষ্টিক্রিয়ায় জড়িত একটি সংস্থার কর্মীরা স্থানীয় সমাধিস্থলে নিয়ে গিয়ে থেরেসার লাশ সরাসরি কবর দেন।
Design and Developed By Sarjan Faraby