মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন প্রায় এক হাজার। এর মধ্যে ইতালিতেই মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ২০ হাজার ৮৩৬ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১ জন। অপরদিকে ৮৫ হাজার ৬৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ বছর বয়সী এক ইরানি নারী। এমন এক সময় তার এই সুস্থ হওয়ার খবর এসেছে, যখন বয়স্ক লোকজনের জন্য এই ভাইরাস বেশি ঝুঁকিপূর্ণ বলে বেশি প্রমাণিত হয়েছে।
এক সপ্তাহ আগে কেন্দ্রীয় শহর সেমনানে ওই অজ্ঞাত নারী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার সেমনান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের প্রধান নাভিদ দানইয়া বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
ইরানে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া দ্বিতীয় বয়স্ক নারী হচ্ছেন তিনি। বার্তা সংস্থা ইরনা জানায়, এর আগে কেরমান থেকে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন।
তিন দিনের অসুস্থতার পর গত সোমবার তিনি সেরে ওঠে বাসায় ফিরে যান। যদিও ওই নারীর আগে থেকেই উচ্চ রক্তচাপ ও অ্যাজমা ছিল কিন্তু কীভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি।
Design and Developed By Sarjan Faraby