মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন
কুয়াকাটায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহিপুর থানা পুলিশ জানায়, রোববার সকালে কুয়াকাটার খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে অজ্ঞাত এক ব্যক্তি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা খবর দেয় পুলিশে।
মৃতদেহের অধিকাংশ চামরা ঝলসানো ছিল। এসময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করে পুলিশ।
মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের মৃতদেহ উদ্ধারের কথা স্বীকার করে জানান, অজ্ঞাত মরদেহটি সনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
Design and Developed By Sarjan Faraby