বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন
ক্রেতার বেশে ধরে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ (রোববার ) ভোরে নওগাঁ সদরে এ ঘটনা ঘটে
ডিবি’র এমন কৌশলী অভিযানে নেতৃত্ব দেন ডিবি’র ওসি এ.কে.এম সামছুদ্দিন। তাকে অভিযানে সহায়তা করেন ডিবি’র এসআই মিজানুর রহমান মিজান, তার সহযোগী এএসআই সোহেল ও এএসআই রাব্বানী।
আটক কৃত আসামিরা হলেন,কুজাপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে শাহীন, মিন্টু হোসেনের স্ত্রী হেনা বেগম ও দাসকান্দি গ্রামের তামেজ উদ্দিনের ছেলে বকুল হোসেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি কেএম শামছুদ্দিন বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা করা হয়েছে।
Design and Developed By Sarjan Faraby