শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
খুলনা মহানগরীতে ট্রেনের ধাক্কায় মোজাম্মেল হক (৫৮) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। রোববার (৩ জুলাই) রাত সাড়ে দশটার দিকে নগরীর দৌলতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের শমসের উদ্দীনের ছেলে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে মোজাম্মেল হক দৌলতপুর বাজার এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করেছিলেন। তখন খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মো. খবির আহমেদ।
Design and Developed By Sarjan Faraby