মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন
অধিক লাভের আশায় অবৈধ গাঁজা গাছ চাষ করে পুলিশের হাতে ধরা পড়ল যুবক। গলাচিপায় শুক্রবার সন্ধ্যায় নিজের বাগানে সৃতিজ গাঁজা গাছসহ গ্রেফতার হয়েছে নাজিম রাজা (৩৮) নামের এক যুবক। ঘটনাটি উপজেলার চিকনিকান্দি গ্রামের। পুলিশ গাঁজা গাছসহ নাজিমকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চিকনিকান্দি গ্রামের মৃত রাজা সালাম উল্লাহর ছেলে নাজিম দীঘদিন ধরে নেশায় আসক্ত ও নেশা দ্রব্য বিক্রির সাথে জড়িত ছিল।
নাজিম তার বাড়ির টিউবওয়েলের পাশে বাগান করে গাঁজার গাছ চাষ করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নাজিমের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় নাজিমকে অভিযুক্ত করে গলাচিপা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। শনিবার সকালে নাজিমকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে পটুয়াখালী জেল হাজতে পাঠিয়ে দেন।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচাজ আখতার মোশেদ বলেন, আমাদের কাছে খবর ছিল চিকনিকান্দি নাজিমের বাড়িতে গাঁজার চাষ হয়। সেই সূত্র ধরে আমরা অভিযান চালিয়ে নাজিমেকে গাঁজা গাছসহ গ্রেফতার করি।
Design and Developed By Sarjan Faraby