বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৪৯ অপরাহ্ন
গাছে তাবিজ বেঁধে স্কুল ছাত্রকে তার বাবার দোকান থেকে প্রায় দুইমাস পর্যন্ত টাকা চুরি করতে বাধ্য করার অভিযোগে সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠী গ্রামের।
ওই গ্রামের মৃত মজিবুর রহমান তালুকদারের পুত্র মহিউদ্দিন তালুকদার জানান, দীর্ঘদিন যাবত তার (মহিউদ্দিন) সৎ মা আমেনা বেগম একটি গাছে তাবিজ বেঁধে তার পুত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্র তায়েব তালুকদারকে (১৪) ভয় দেখিয়ে জিম্মি করে। পরে তার (মহিউদ্দিন) ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চুরি করতে বাধ্য করে।
এভাবে দীর্ঘ দুই মাস যাবত ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে স্থানীয় আনোয়ার হোসেনের মাধ্যমে আমেনা বেগমকে দিয়ে আসছিলো তায়েব। গত কয়েকদিন পূর্বে ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজে তায়েবের টাকা নেওয়ার বিষয়টি ধরা পরে। পরবর্তীতে তায়েবকে জিজ্ঞাসাবাদে সে আমেনা বেগমের তাবিজ কান্ডের পুরো বিষয়টি খুলে বলে।
শিশু তায়েব জানান, তার সৎ দাদী আমেনা বেগম গত দুই মাস পূর্বে তাকে ডেকে নিয়ে যায়। তার বাবার দোকান থেকে প্রতিদিন টাকা এনে দিতে বলেন। টাকা না দিলে গাছে তাবিজ ঝুলিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তায়েব তার সৎ দাদীর পরামর্শে বাবার (মহিউদ্দিন) দোকান থেকে টাকা নিয়ে স্থানীয় আনোয়ার হোসেনের মাধ্যমে সৎ দাদীর হাতে তুলে দিতো।
লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Design and Developed By Sarjan Faraby