বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
গোপালগঞ্জে করোনা মোকাবেলা, প্রতিরোধ এবং জনসমাগমকে নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিকের সাথে বৈঠকে করে সেনা বাহিনী।
বৈঠকে জেলার করোনা ভাইরাস সংক্রান্ত বিষেয় আলোচনা করা হয়। সেনাবাহিনীর একটি টিম প্রথমত বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরা ও জনসমাগম নিয়ন্ত্রনে আনতে প্রশাসনের সঙ্গে কাজ করবে। পাশাপাশি বিভিন্ন ভাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করে এই মহামারী প্রতিরোধে কাজ করবে।
সেনাবাহিনীর টিম আমাদের সঙ্গে সমন্বয় করে কর্মপরিকল্পনা গ্রহণ এবং সে অনুযায়ী তারা মাঠে কাজ করবেন।
Design and Developed By Sarjan Faraby