মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনালের নিদেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এর নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনী ( ১৩ মার্চ ) শুক্রবার ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পযন্ত বুড়াগৌরাঙ্গ নদীর পাতার চর , চর বিশ্বাস, মেম্বারের চর ,চর ইসলাম, চরমানিকা,চরকচ্ছিফাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জাল ৮টি বিন্দি জাল ও ১০ হাজার মিটার মসারী জাল আটক করেছেন।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত ১ লাখ মিটার কারেন্ট জাল, ৮টি বিন্দি জাল ও ১০ হাজার মিটার মসারী জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন( সিপিও) জানান বুড়া গৌরাঙ্গ নদীতে অভিযান পরিচালনাকালে নদী থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ৮টি বিন্দি জাল ও ১০ হাজার মিটার মসারী জাল আটক করা হয়।
বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য নিশ্চিত করেন।
Design and Developed By Sarjan Faraby