মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:০০ পূর্বাহ্ন
ছোট্ট পিউয়ের পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেক পাখি আছে। তবে তার একটাই দুঃখ, পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়। সমস্যা হল, এই টিয়াও কথা বলতে পারে না।
দোকানি বলেছে, টিয়াকে কথা শেখাতে হবে। বাড়ি ফিরে শুরু হয় পাখিকে কথা শেখাতে পিউয়ের প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু বিপদ হল, যতই কথা শেখানো হোক, টিয়া শুধুই টিট টিট করে। মানুষের মত করে কোনো কথা বলতে পারে না। তার পরেও পিউ চেষ্টা চালিয়ে যায়।
পিউ ও টিয়া পাখির এমন গল্প নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী এবং পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
‘ঝুটুম পাখির কথা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশু শিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। নাটকটি ২১ ফেব্রুয়ারি রাত ৮টায় দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বলে জানান নির্মাতা মনিরুল হোসেন শিপন।
Design and Developed By Sarjan Faraby