বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি-ভান্ডারিয়া সড়কের আমতলা বাজার এলাকায় আজ (বুধবার) বিকেলে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি টেম্পো উল্টে গিয়ে মানিন্দ্র বড়াল (৫৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ নিহতে স্ত্রী গুরুতর আহত হয়েছে।
নিহত মনিন্দ্র নাথ উপজেলার নৈকাঠি গ্রামের শান্তি রঞ্জন বড়ালের ছেলে। এ দুর্ঘটনায় আহত চালককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভান্ডারিয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে রাজাপুরের নৈকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল টেম্পোটি পথিমধ্যে আমতলা বাজার এলাকায় পৌঁছলে অতিরিক্ত যাত্রী বহনের কারনে টেম্পোটি যাত্রী সহ উল্টে যায় । আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মাহজাবিন আহম্মেদ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের সময় মানিন্দ্র বড়াল কে মৃত ঘোষণা করেন। এবং আহত তার স্ত্রী মঞ্জু রাণী বড়াল চিকিৎসা ধিন অবস্থায় আছেন। পুলিশ জানান নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।
Design and Developed By Sarjan Faraby