মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন
মনির হোসেন, ঝালকাঠি :
ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বিদেশী একটি পর্যবেক্ষন দল। দলটির নেতৃত্ব দেন ঢাকাস্থ সুইডেন দুতাবাসের কনসালটেন্ট জোসেফা ভান ডেন ব্রক। এর আগে গত ২ মার্চ ঢাকাস্থ সুইডেন দুতাবাসের ১৬/২০২০ নং কুটনৈতিক স্মারকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের রাষ্ট্রচার উপ-প্রধান (মিশন সার্ভিস) তাদের ঝালকাঠি অগমনের বিষয়টি অবহিত করেছেন। দল টিতে আরো ছিলেন ডা: সিদ্দিকুর রহমান চৌধূরী, মিষ্টার পের ক্রোন্সলিভ, ডা. আনকেই ভান ডেন ব্রক, প্রফেসর ডা. লিয়াকত আলী, ডা. শারামমা টমাস মাথাই।
প্রতিনিধি দলটিকে আজ সকাল ৯ টায় সদর হাসপাতাল গেটে অভ্যর্থনা জানান, ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।
দলটি হাসপাতালের ডায়াগনষ্টিক ল্যাব, ব্রেষ্টফিডিং কর্ণার, এক্সরে ও ইসিজি রুম পরিদর্শন করেছেন। পরে তারা মেডিসিন ষ্টোর, ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখেন। এর আগে তারা হাসপাতালে সিভিল সার্জনের কক্ষে চিকিৎসা ব্যবস্থা সহ খুটিনাটি বিষয় নিয়ে একটি সভা করেছেন।
এ সময় লাশ কাটা ঘর স্থানান্তর বিষয়ে ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়। লাশ কাটা ঘর স্থানান্তর জরুরী এই মন্তব্য করে প্রতিনিধি দলের সদস্য ইউনাইটেড ন্যাশন পপুলেশন ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার বলেন বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃৃপক্ষের সাথে আলোচনা করা হবে।
Design and Developed By Sarjan Faraby