মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন
সারাবিশ্বেই এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। ইতোমধ্যেই এ ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। বিশ্বজুড়ে প্রায় সকল ক্রীড়া ইভেন্টই এ ভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে। এবার তৃতীয় দফায় টাইগারদের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে
সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থগিত ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে পড়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে পিসিবি।
বর্তমানে করোনাভাইরাস শঙ্কায় কাঁপছে বিশ্ব। ক্রীড়া জগৎ একপ্রকার স্থবির হয়ে পড়েছে এই ভাইরাসের জন্য। ক্রিকেটেও বেশ বড় প্রভাব ফেলেছে করোনা। আইপিএলের মতো মেগা ইভেন্ট স্থগিত হওয়া ছাড়াও বাতিল হয়েছে বেশ কিছু সিরিজ।
এর আগে তিনটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ স্থগিত হয়েছে। মূলত তখন থেকেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত এই করোনার থাবায় স্থগিত হল বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর।
Design and Developed By Sarjan Faraby