শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০১:২৩ অপরাহ্ন
টানা তিন ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলা টাইগার্সের। অবশেষে দিল্লি বুলসকে হারিয়ে তারা পেয়েছে জয়ের দেখা।
ব্যাট হাতে নামার সুযোগ পাননি, বল হাতে এক ওভার করে দলটির অধিনায়ক সাকিব আল হাসান দিয়েছেন ৮ রান।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টেন লিগের ম্যাচে আগে ব্যাট করে বাংলা টাইগার্স ১৩৩ রান করে। লক্ষ্য তাড়ায় নেমে দিল্লি বুলস ১২১ রানের বেশি করতে পারেনি। ১২ রানের জয় পায় সাকিবের দল।
শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারান হযরতউল্লাহ জাজাই। তিনি করেন ৯ রান। আরেক ওপেনার জো ক্লার্কের ব্যাট থেকে আসে ১০ বলে ২৫।
এরপর কলিন মুনরোকে নিয়ে ইফতিখার আহমেদ অসাধারণ এক ইনিংস খেলেন। ৩০ বল খেলে ৮ ছক্কা ও ৫ চারে ইফতিখার করেন ৮৩ রান। তাকে সঙ্গ দিয়ে মুনরো ১৪ বলে করেন ১৩। নির্ধারিত ১০ ওভারে দুই উইকেটের বেশি হারায়নি টাইগার্স।
লক্ষ্য তাড়ায় নামা দিল্লির পক্ষে টিম ডেভিড শেষদিকে ২০ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি।
Design and Developed By Sarjan Faraby