মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার আরও ১১০ জন নতুন করে কেরোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজারে গিয়ে দাঁড়ালো।
গত ২০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা রোগী সনাক্ত করা হয়। এরপর সেখানে দ্রুত বেড়েই চলেছে করোনায় সংক্রামণের সংখ্যা।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার সেন্টারর্স ফর ডিজেজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (কেসিডিসি) জানায়, বৃহস্পতিবার সেখানে নতুন করে আরও ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ডেইগু শহরে ৬১ ,সেইজংয়ে ১৭ এবং রাজধানী সিউলে আক্রান্ত হয়েছে বাকি ১৩ জন। ফলে গত দেড় মাসের বেশি সময়ে দেশটিতে করোনায় আক্রান্তে সংখ্যা ৭৯৭৯তে গিয়ে ঠেকলো।
এর আগে গত বুধবার দেশটিতে নতুন করে করোনায় সংক্রামিত হওয়ার সংখ্যা ছিল ১১৪ জন।
এছাড়া করোনায় দেশটিতে মারা গেছে মোট ৬৭ জন। তবে করেনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি সেখানে এই ভাইরাস থেকে সেরে উঠার সংখ্যাও কিন্তু দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার দেশটির ১১৭ জনকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। দেশটিতে এই প্রথম করোনায় আক্রান্ত হওয়ার চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরতদের সংখ্যা বেশি হলো। ফলে করোনার চিকিৎসায় আশার আলো দেখছে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশটি।
এদিকে বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। এতে প্রাণ হারিয়েছে ৫ হাজারের মতো মানুষ।
Design and Developed By Sarjan Faraby