মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
দুধ খেতে আমরা কে না ভালোবাসি দুধে আছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পটাশিয়াম। বেশির ভাগ মানুষই দুধ গরম খেতে পছন্দ করেন। আবার কিছু মানুষ পছন্দ করেন ঠাণ্ডা দুধ। কিন্তু ঠাণ্ডা দুধ এবং গরম দুধের মধ্যে পার্থক্য কোথায়? আর ২টির মধ্যে কোনটি বেশি স্বাস্থ্যকর?
১। গরম দুধের সব থেকে বড় উপকারিতা হলো, গরম দুধ খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। ডায়রিয়া প্রতিরোধ করে এবং ভাল ঘুমের জন্য খুবই উপকারি গরম দুধ।
২। ঠাণ্ডা দুধেরও উপকারিতা অনেক। প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকার কারণ এটি অ্যাসিড শুষে নিয়ে বদহজম হওয়া থেকে মুক্তি দেয়। সকালে ঠাণ্ডা দুধ খেলে সারাদিন শরীর হাইড্রেট থাকে।
দুধ এমনিতেই হেলদি ফুড, আর দুধ খেতে কিনা ভালোবাসে ঠাণ্ডা হোক কিংবা গরম, ২ প্রকারের দুধেই প্রচুর উপকারিতা রয়েছে। তবে, আপনার স্বাস্থ্যের জন্য কোন দুধ বেশি উপকারি, তা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই দুধ পান করুন।
Design and Developed By Sarjan Faraby