মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন
দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে আগের ১৭ জনসহ বর্তমানে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের একজন নারী, দুজন পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৭০ এর বেশি। তার অবস্থা ক্রিটিক্যাল। তিনি আইসিইউতে আছেন। নারী যিনি তার কাশি আছে, তার বয়স ৩০। আরেকজন পুরুষের বয়সও ৩০ এর কোঠায়।
শুক্রবার বিকেলে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নাসিমা সুলতানা বলেন, ‘বয়স্ক বা যারা কিডনি, হার্টসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন তাদের বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে তারা যেন বাইরে না যান। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।’
প্রসঙ্গত, করোনায় বিশ্বে ভয়াবহ হারে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ হাজার ৫০ জন। এছাড়া আরো আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬৫২ জন।
Design and Developed By Sarjan Faraby