মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন
গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে নিজেকে রক্ষা করতে তিনি ধর্ষকের জিব কামড়ে ১ ইঞ্চি ছিঁড়ে ফেলেন। সোমবার দিনগত রাত ১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায় সিরাজদিখান থানায় বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারী সাগর মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন গৃহবধূ। তার স্বামী বিদেশে থাকেন।
ওই নারী বলেন, তার স্বামী বিদেশে থাকেন। সাগর এক বছর ধরে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানানো হয়। সোমবার রাতে তাঁকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন সাগর। নিজেকে রক্ষা করতে বিভিন্নভাবে চেষ্টা করেন তিনি। একপর্যায়ে সাগরের জিব কামড় দিয়ে কেটে ফেলেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজদিখানে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সাউন্ড বক্সে গান বাজছিল গভীর রাত পর্যন্ত। রাত ১টার দিকে ওই গৃহবধূ নিজের ঘরে যাচ্ছিলেন। এ সময় সাগরও তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। উচ্চ শুব্দে গান বাজার কারণে গৃহবধূর চিৎকার কেউ শুনতে পারেনি। নিজেকে রক্ষা করতে এক পর্যায়ে তিনি সাগরের জিব কামড় দিয়ে এক ইঞ্চি কেটে বিচ্ছিন্ন করে দেন।
উপজেলার ওই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। ওই নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। সাগরকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, নিজেকে রক্ষা করতে গৃহবধূ কামড় দিয়ে ধর্ষকের জিব ছিঁড়ে ফেলেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা হচ্ছে।
Design and Developed By Sarjan Faraby