বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন
সুমনা সাথী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদরের সত্যপীর ব্রীজ নামক এলাকায় নব নির্মিত ডিসি পার্ক (২ নং বিজিবি ক্যাম্প গেট) সংলগ্ন ঝোপের -ঝারের আড়ালে গর্তে মাটি চাপা দেওয়া অবস্থায় ২য় শ্রেণিতে পড়ুয়া নুপুর নামে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে গর্তের মাটি সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নুপুর (৮) পঞ্চগড় জেলার হারুনুর রশিদের মেয়ে।
গত দুই মাস থেকে শহরের ফকিড়পাড়া এলাকার আলীর বাসায় ভাড়া আছেন তারা। হারুনুর রশিদ পেশায় একজন রিকশা চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু নুপুর। এরপর বিভিন্ন জায়গাতে খোজা খুঁজি করে ও তাকে পাওয়া না গেলে পরিবারের স্বজনেরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
পরে রাতে স্থানীয়রা ডিসি পার্কের ধারে শিশুটির মরদেহটি
১ টি গর্তের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ বলেন , কি কারণে এই শিশুটি হত্যা হয়েছে তা এখন বলা যাচ্ছেনা। তবে তদন্ত চলেছে । তদন্ত শেষে বলা যাবে হত্যাকান্ডের আসল রহস্য।
এছাড়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Design and Developed By Sarjan Faraby