মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন
সারাবিশ্বেই এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। ইতোমধ্যেই এ ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। বিশ্বজুড়ে প্রায় সকল ক্রীড়া ইভেন্টই এ ভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকার পর এবার এ ভাইরাস মোকাবেলায় অনন্য নজির স্থাপন করতে চলেছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যক্তিগত দুটি বিলাসবহুল হোটেলকে হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দিচ্ছেন তিনি।
স্পেনের দৈনিক মার্কারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালে রোনালদোর দুটি বিলাসবহুল হোটেল রয়েছে যা আগামীকাল থেকেই ব্যবহৃত হবে হাসপাতাল হিসেবে। পর্তুগালের করোনাভাইরাস আক্রান্ত মানুষ সেখান থেকে বিনামূল্যে সেবা নিতে পারবেন। পর্তুগালের লিসবন এবং মাদেইরাতে রোনালদোর দুটি পেস্তানা হোটেল রয়েছে। এ দুটিকেই পরিণত করা হবে অস্থায়ী হাসপাতালে। সেখানে রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে। হাসপাতাল দুটির যাবতীয় খরচ বহন করবেন রোনালদো নিজেই। এমনকি চিকিৎসক ও নার্সসহ সবার খরচও তিনি একাই বহন করবেন।
লিসবন এবং মাদেইরার দুটি হোটেলই পর্তুগালের অন্যতম খরুচে ও বিলাসবহুল দুই হোটেল।
Design and Developed By Sarjan Faraby