মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় কিশোরী শালিকে ধর্ষন করে অন্ত:সত্তা করার অভিযোগে দুলাভাই উজ্জল (২৫)কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
উজ্জল মাছুয়াখালী গ্রামের সমেদ আলী হাওলাদারের পুত্র। এঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে রাত নয়টার দিকে উজ্জলকে প্রধান আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষক উজ্জল ওই কিশোরীর বড় বোনের স্বামী এবং তাদের ছয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে ওই কিশোরীকে বাড়ীতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে দুই বছর যাবৎ ধর্ষন করে আসছে। একাধিকবার ধর্ষনে কিশোরী বর্তমানে ছয় মাসের অন্ত:সত্তা হয়ে পড়েছে। বিষয়টি ওই কিশোরী তার বাবা মায়ের মাধ্যমে পুলিশকে জানালে পুলিশ উজ্জলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। ধর্ষক উজ্জলকে গ্রেফতার করা হয়েছে।
Design and Developed By Sarjan Faraby