মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন
বরগুনার পাথরঘাটায় ডাকাতিসহ ছয়টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামিকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম কাউছার মিস্ত্রি ওরফে দালাল (৩৫)। তিনি পাথরঘাটা উপজেলার কোরালিয়া গ্রামের বাসিন্দা।
তার বাবার নাম মৃত আব্দুস সালাম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তি ব্যবহার করে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র, ডাকাতি এবং চুরিসহ ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
৯ বছর যাবৎ তিনি পলাতক ছিলেন।
তিনি নিজের নাম ও বাবার নাম পরিবর্তন করে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। গোপনে প্রায়ই ওই বাসায় আসা-যাওয়া করতেন।
Design and Developed By Sarjan Faraby