মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
পাকিস্তানে তৃতীয় দফা সফরে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবিকে তিনি জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সফরে এবারও তিনি যাচ্ছেন।
অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে মাহমুদউল্লাহ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সেই সময় জানিয়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচটির সময়ে তার স্ত্রীর সন্তান জন্ম দেয়ার কথা।
তবে এবার নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মাহমুদউল্লাহ। পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে তিনি থাকছেন বলে জানা গেছে। শুধু থাকছেনই না, দলের অধিনায়কত্বের দায়িত্বটাও পালন করতে পারেন।
এ বিষয়ে মাহমুদউল্লাহ জানান, এপ্রিলে আমি পাকিস্তানে যাব। ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরব। তবে চিঠি দিয়ে বোর্ডকে জানিয়েছি- আমি টেস্টে থাকতে পারব না। ওই সময়ে আমাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে। এমন বিশেষ মুহূর্তে পরিবারের কাছে থাকা গুরুত্বপূর্ণ।
আগামী ৩ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৫-৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল।
Design and Developed By Sarjan Faraby