মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অহংকার। তার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র। দেশের স্বাধীনতার জন্য তার সর্বাত্মক চেষ্টায় বাংলাদেশকে স্বাধীন করেছেন সেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন বাঙ্গালী জাতির অহংকার। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের অবস্থা হতো অনেক উন্নত। তাকে নিশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশের অর্থনীতির উজ্বল মুখ থুবড়ে পড়ে গেল। এর পরও দেশের অগ্রযাত্রা থেমে থাকেনি, তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সকাল ১০ টায় চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের সুলতানের খেয়ার সংলগ্ন মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর শতবর্ষের প্রস্তুুতি সভা, আওয়ামীগের বর্ধিত ও নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, মুজিববর্ষে বিশ্বব্যাপী সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমানকে জাগ্রত রাখতে হলে সকলকে বঙ্গবন্ধুর চেতনার পক্ষে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসোন চেয়ারম্যান, যুগ্ন সম্পাদক জামাল উদ্দিন মহাজন, প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্র, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্যাহ সবুজ, এস এম মোরশেদ, যুবলীগ সভাপতি ছায়েদুর রহমান স্বপন, সম্পাদক আল ইমরান, ছাত্রলীগ সভাপতি হায়াত আলী রিজভী, সম্পাদক আল আমিন মুন্সী, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম, নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার প্রমুখ।
Design and Developed By Sarjan Faraby