বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২১ অপরাহ্ন
বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি প্রশ্রয় দেয়া হবে না। বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ (বুধবার ৪ মার্চ) রাজধানীর কাকরাইলে হোটেল রাজমণি ঈশাখার ব্যাঙ্কুয়েট হলে ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম, বাংলাদেশ’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের অনুপ্রেরণা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সারা বিশ্বের বিস্ময়। তিনি তার কর্মের মধ্য দিয়ে আমাদের ১টি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধু শুধু মহান স্বাধীনতার স্থপতিই নন, তিনি একজন বিশ্ব নেতাও। ঐতিহাসিক ৭ মার্চের সেই মহাকাব্য সারাবিশ্বে মানুষ এখনো অবাক বিস্ময়ে শোনে।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে কেউ অতিরঞ্জিত কিছু করবেন না। বঙ্গবন্ধুর নামে কোনো চাঁদাবাজি প্রশ্রয় দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে প্রধান মন্ত্রীর যে জিহাদ সেই জিহাদে আমরা সবাই অংশগ্রহণ করেছি।’
তিনি বলেন, পানির দাম সেভাবে বৃদ্ধি করা হয়নি। বাংলাদেশে জন গণের চাহিদা মোতাবেক যথেষ্ট পানি রয়েছে। আমরা সবাইকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের চেষ্টা করছি।
ফোরামের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রেদুয়ান খন্দকারের।
Design and Developed By Sarjan Faraby