শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ন
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের (কোভিড-১৯) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে জয়নাল আবেদিন নামের ওই পুলিশ কর্মকর্তা হাসপাতালের আই সলিউশন ওয়ার্ডে মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে- এসআই জয়নাল আবেদিন গতকাল (রোববার ১০ মে) দুপুরের পর করোনা উপসর্গ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে দেখার পরে হাসপাতালের আই সলিউশন ওয়ার্ডে ভর্তি করেন।
ওইদিন রাত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। কিন্তু রিপোর্ট আসার আগেই আজ (সোমবার ১১ ম)) রাত ৮টা ১৫ মিনিটের দিকে পুলিশ কর্মকর্তার মৃত্যু হলো।
হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন জানান, পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত ছিলেন কী না তা রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। তার লাশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম কানুন মেনে দাফন করতে বলা হয়েছে।
Design and Developed By Sarjan Faraby