শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন
বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর সদর রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, প্রতিশ্রুত পণ্য সেবা না দেয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় সদর রোড আদর্শ হোমিও ফার্মেসিকে ৪০ হাজার টাকা, মোহনা জেনারেল স্টোর্স থেকে ১০ হাজার টাকা, মা গৌরনদী মিস্টান্ন ভাণ্ডার থেকে ৫ হাজার টাকা এবং আকন জেনারেল স্টোর্স থেকে ৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপপরিচালক অপূর্ব অধিকারী।
Design and Developed By Sarjan Faraby