বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
বরিশালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ (শনিবার ০৭ই মার্চ) সকাল ৮ঃ৩০ ঘটিকায় বরিশালের কোতোয়ালি থানায় সরকারি ব্রজমোহন( বিএ) কলেজের পেছনে কলেজ রোডে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমূল হুদা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) গ ধারা লংঘন করায় পটকা মাসুদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব সোহান প্রসিকিউসন অফিসার হিসেবে অভিযান পরিচালনায় সহায়তা করেন। আটক কৃত ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ২১ ধারা অনুযায়ী ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমূল হুদা জানিয়েছেন যে, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Design and Developed By Sarjan Faraby