বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:১৭ অপরাহ্ন
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৯ রোগীর দালালকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। আজ শনিবার (৭ মার্চ) বরিশাল নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রেহান উদ্দিন।
এসময় মুলাদী উপজেলার মৃত রশিদ সরদারের পুত্র মনির সরদার, বরিশাল শহরতলী চরআবদানী এলাকার মৃত খালেক খানের পুত্র রশিদ খান, পটুয়াখালীর মৃত মোন্তাজ মোল্লার পুত্র মোঃ আজাহার মোল্লা, উজিরপুর থানার মৃত ওসমান আলী খানের পুত্র হাবিবুর রহমান খান, বরিশাল নগরীর পলাশপুর এলাকার মৃত চাঁন মৃধার ছেলে শাহীন মৃধা, বাকেরগঞ্জ থানার স্বগীয় সুরেন দাসের তপন দাস, বরগুনার রত্তন হাওলাদারের পুত্র স্বপন হাওলাদার, বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের মৃত গগন আলী মোল্লার ছেলে নুর ইসলামকে আটক করেন।
পৃথক পৃথক অভিযানে আটকৃত রোগীর দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।
Design and Developed By Sarjan Faraby