বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় মাজেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত মাজেদ উপজেলার বেলুহার গ্রামের কালাম সরদারের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে রাতে মাজেদকে আগৈলঝাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৮ এর ডিএডি শেখ মোফাজ্জেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর থানার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে মাজেদকে আগৈলঝাড়া থানায় সোপর্দ করা হয়।
প্রসঙ্গত, ভুক্তভোগী স্কুলছাত্রী তার নানাবাড়ি থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনিতে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারে কসমেটিক্স কিনতে যায়। সন্ধ্যায় নিজ বাড়ি ফেরার পথে মাজেদ ও অরুন মুখ চেপে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। সেখানে অরুনের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে মাজেদ।
বিষয়টি জানার পর ভুক্তভোগীর নানা বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন।
অপর আসামি বেলুহার গ্রামের বেলাল ভুইয়ার ছেলে অরুন ভুইয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন।
Design and Developed By Sarjan Faraby