ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিএনপি নেতার মদদে রাতারাতি উধাও ধর্ষণ মামলার অভিযুক্ত

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
১৯৮

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিএনপি নেতার মদদে রাতারাতি উধাও ধর্ষণ মামলার অভিযুক্ত।

দুই সন্তানের জননীকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার কাগাশুরা ইউনিয়নে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ন্ডে বাসিন্দা আশরাফ দিদারের পুত্র সাকিব দিদার (২০) ভুক্তভোগী নারী নুসরাত জাহান মুন্নি (১৮)–কে বিয়ের আশ্বাস দিয়ে প্রথমে নিজ বাড়িতে এবং পরে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত যুবক বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন।

এরপর কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী নারী আইনের আশ্রয় নেন এবং কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত সাকিব দিদারকে থানায় নিয়ে আসে। তবে স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় গত রোববার সকালে বিয়ের আশ্বাসে ভুক্তভোগীকে দিয়ে অভিযোগ প্রত্যাহার করানো হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ওই সময় থানার কর্মকর্তারা অভিযুক্ত যুবককে বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের শাপানিয়া বাজার এলাকার মোসলেম আকনের পুত্র রনি আকন (২৩)— নামে একজন বিএনপি নেতার জিম্মায় ছেড়ে দেন।

কিন্তু পরবর্তীতে অভিযুক্ত সাকিব দিদার বিয়ের আশ্বাস ভঙ্গ করে ওই বিএনপি নেতার মদদে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। এতে চরম নিরাপত্তাহীনতায় পড়েন তিনি। শেষ পর্যন্ত আবারও আইনের শরণাপন্ন হয়ে কাউনিয়া থানায় নতুন করে ধর্ষণ মামলা দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত সাকিব দিদারের পূর্বে একটি বিয়ে রয়েছে। সেই সংসারে তার এক ছেলে ও সন্তান রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলাও।

এ বিষয়ে কাউনিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।