মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন
বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে টেবিল ফ্যানের প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাত সরদার (১০) নামের এক স্কুলছাত্র মারা গেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাহাত উপজেলার বড়দুলালী শিশু নিকেতন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের আজিজুল হক সরদারের ছেলে।
স্কুলের প্রধান শিক্ষক সালেহা বেগম জানান, রাহাত নিজ ঘরের টেবিল ফ্যান চালু করার জন্য প্লাগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় তার ছোট বোনের ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Design and Developed By Sarjan Faraby