মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :::: বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ৯৬৭ পরীক্ষার্থী। তবে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষার অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৯৩, পটুয়াখালীতে ১৯২, ভোলায় ১৫৮, পিরোজপুরে ১২০, বরগুনায় ১০৭ ও ঝালকাঠিতে ৯৭ জন রয়েছে।
এ বিষয়ে অধ্যাপক অরুণ কুমার গাইন জানান, বরিশাল বিভাগের ছয় জেলার ১২৫টি পরীক্ষা কেন্দ্রে ৬১ হাজার ১৩৩ পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে রোববার এইচএসসি পরীক্ষায় বসেছেন ৬০ হাজার ১৬৬ জন। অনুপস্থিতির সংখ্যা ৯৬৭ জন। এ ছাড়া রোববার সকালে পিরোজপুরে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
Design and Developed By Sarjan Faraby