বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন
এবার বরিশালে ও ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক। আর এই করোনাকে পুঁজি করে নগরীর কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে বেশি দামে বিক্রি করেছেন মাস্ক।
আজ (মঙ্গলবার ১০ই মার্চ) দুপুরে অতিরিক্ত মূল্য হাতিয়ে নেয়ার অভিযোগে নগরীর ফলপট্টি ও মহাসিন মার্কেট, জেলা পরিষদ মার্কেটসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোবাইল কোর্ট নগরীর ফলপট্রি সড়কের ২টি দোকানে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
অপরদিকে একই মোবাইল কোর্ট নগরীর হাজী মহসিন মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা সহ চকবাজার রোডের জেলা পরিষদ মার্কেটের একটি দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
তিনি আরও বলেন , জনস্বার্থে করোনাভাইরাসকে পুঁজি করে কেউ ব্যবসায় মেতে উঠলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
Design and Developed By Sarjan Faraby