বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল ও অনলাইন প্রেসক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত জিয়া প্রজন্মদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন, মামুনুর রহমান জয় মামুন খান মঠবাড়িয়ায় ৮ হাজার জাল টাকাসহ আটক ১ বরিশালে ট্রাকচাপায় নারী নিহত, ট্রাকসহ চালক আটক বাবুগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিতর্কিতদের দ্বারা বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে ত্যাগীরা বঞ্চিত; তৃণমূল কর্মীদের ক্ষোভ ভোলায় দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের ভোলায় অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ১ আগৈলঝাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর মৃত্যু
বরিশালে মুজিববর্ষে গুনীদের সম্মাননা স্মারক প্রদান

বরিশালে মুজিববর্ষে গুনীদের সম্মাননা স্মারক প্রদান

স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে দ্বিতীয়দিনের ন্যায় বুধবার সকালে ঐক্যবদ্ধ পেশাজীবী সাংবাদিকদের সংগঠন জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গুনী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

প্রেসক্লাব কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা, গুনীব্যক্তিদের সংবর্ধনা ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

প্রেসক্লাব সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, সংবর্ধিত এসআই মোঃ আসাদুজ্জামান খান, শিল্পী তরুন চক্রবর্তী প্রমুখ।

এসময় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য এসএম মোশারফ হোসেন, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিউলী, মুক্তিযোদ্ধার সন্তান ও কবি উৎপল চক্রবর্তী, মানবাধিকার কর্মী আবু সালেহ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মুজিববর্ষে জেলা পুলিশের কল্যান সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কারপ্রাপ্ত গৌরনদী মডেল থানার চৌকস এসআই মোঃ আসাদুজ্জামান খান এবং মুজিববর্ষের নতুন গানের কথা, সুর ও কন্ঠশিল্পী বঙ্গবন্ধু কবিতা পরিষদের উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক তরুন চক্রবর্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




আমাদের ভিজিটর

  • 208,344 জন ভিজিট করেছেন
© All rights reserved © 2019 ajkercrimetimes.com

Design and Developed By Sarjan Faraby