বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন
বরিশালের উজিরপুরে দুই কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এদের মধ্যে এক কিশোরীর পিতার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও প্রণতি বিশ্বাসের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে ওই দু’টি বিয়ে বন্ধ করা হয়।
উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী বলেন, বুধবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের আকবর আলী বেপারীর কিশোরী মেয়ের (১৪) বিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসিল্যান্ড। সেখানে আমিও (মেয়র) উপস্থিত ছিলাম। আমাদের উপস্থিতিতে বাল্য বিয়ে বন্ধ করে কিশোরীর পিতা আকবর বেপারীকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না বলে মুচলেকা রাখা হয়। তাদেরকে স্থানীয় ইউপি সদস্য মোশারেফ হোসেনের জিম্মায় দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী বলেন, বেলা ১২টায় উপজেলার পূর্ব হারতা গ্রামে তথ্য গোপন করে আব্দুল জলিল বেপারী তার কিশোরী মেয়ের (১৪) বিয়ের আয়োজন করে। জলিলকে গ্রেফতার করে উপজেলায় এনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Design and Developed By Sarjan Faraby