শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। তবে ঋণ খেলাপিতে পরিণত হওয়ার ঝুঁকি কম। এক পর্যবেক্ষণে এমন তথ্য জানিয়েছে মুডিস ইনভেস্টরস সার্ভিস। বৃহস্পতিবার (২৮ জুলাই) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিঙ্গাপুরে মুডিসের বিশ্লেষক ক্যামিল চৌটার্ড বলেছেন, বাংলাদেশের জন্য মূল বার্তা হলো উচ্চ স্তর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইদানিং কমেছে। তবে বিদেশি ঋণের বিপরীতে খেলাপি হওয়ার সম্ভাবনা কম।
প্রতিবেদনে বলা হয়, সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি ও রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ঋণ চাইছে বাংলাদেশ।
এরই মধ্যে সরকার নিয়মিত লোডশেডিং করছে ও ডলার সংকট চলাকালে সুযোগ-সন্ধানী মুদ্রা সঞ্চয়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে। ২০ জুলাই পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে ৩৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর রিজার্ভের পরিমাণ ছিল ৪৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ বিশ্বের ৪১তম শীর্ষ অর্থনীতির দেশ। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পর বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে গেছে। মূল্যস্ফীতি হয়েছে আকাশচুম্বী, যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও।
Design and Developed By Sarjan Faraby